বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

দুনিয়া কাঁপানো ১ দিন

[http://pnachforon.blogspot.in/ এ ২২শে এপ্রিল ২০১৫ তে প্রকাশিত]  
(পাঠকের কাছে সনির্বন্ধ অনুরোধ, লেখাটি পুরো পড়বেন। নয়ত পড়বেন না)

৩০শে এপ্রিল ১৮৮৬, শুক্রবার
----------------------
আনন্দ –
ü  ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে ৪ঠা মে শিকাগোতে বড় জমায়েতের ডাক দিলো মজদুর ইউনিয়ন।
ü  হুমকি ধর্মঘটের, নৈরাজ্যবাদী হামলার আশংকা মার্কিন সরকারের
ü  দাবী অন্যায্য, ধর্মঘট ক্ষতি করছে মার্কিন কর্মসংস্কৃতির – দাবী শিল্পপতি মহলের


২৪ ঘন্টা –
ü  ১লা মে, শনিবার ধর্মঘটের ডাক মজদুর ইউনিয়নের, ৪ঠা জনসভার প্রস্তুতি
ü  সহ্য করা হবেনা কোনো রকম বিশৃংখলা, আইন ভাঙ্গার চেষ্টা দমন করা হবে কড়া হাতে – মেয়র হ্যারিসন
ü  শ্রমিকের ন্যায্য দাবী আদায়ের লড়াই হুমকি দিয়ে থামানো যাবেনা – অগাস্ট প্সিজ

প্রতিদিন -
ü  অরাজকতা ও নৈরাজ্যে উত্তাল শিকাগো, বহিরাগত জার্মান গুন্ডাদের দখলে শহর
ü  পুলিস ছাড়াও পিংকারটন এজেন্সিকে ডেকে পাঠালেন সরকার, সামরিক বাহিনীকে তৈরি থাকার নির্দেশ
ü  বিদেশী নৈরাজ্যবাদী মদতের সুস্পষ্ট ইঙ্গিত, বহিরাগত উগ্রপন্থী জার্মানরা আমেরিকানদের ওপরে হামলা করছে গোটা শহর জুড়ে

বর্তমান –
ü  মজুর খেপানোর জন্য অগাস্ট প্সিজ কে প্রুশিয়ান সরকারের আর্থিক মদত, মার্কিন শিল্প উদ্যোগ ধ্বংসের ষড়যন্ত্র
ü  জার্মান হার্মাদদের অস্ত্রভান্ডারের সন্ধান পেতে মরিয়া পিংকারটন গোয়েন্দারা
ü  মানুষে মানুষে সদ্ভাবনা ও ভাতৃত্বের ডাক ধর্মগুরুদের

অর্নব গোস্বামী –
ü  নেশন ওয়ানট্‌স্‌ টু নো – এই হুলিগান দের পেছনে কে আছে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো কে আছে এদের পেছনে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো এরা কি একা? নেশন ওয়ান্‌ট্‌স টু নো কেউ কি পয়সা ফেলে এসব করাচ্ছে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো...।

গনশক্তি -
ü  ১লা মে মহাধর্মঘটে অচল হবে শিকাগো, কাঁপবে শ্রমিক মহল্লা, হে মার্কেটে লক্ষাধিক শ্রমিকের জমায়েতের ডাক ৪ তারিখ
ü  ন্যায্য দাবী আদায়ের জন্য বৈধ আন্দোলন পুলিস দিয়ে দাবানো যায়না। তবে খেয়াল রাখতে হবে, যেন অরাজকতা না হয়, শিল্পমহলের কাছে ভূল বার্তা না যায় – বুদ্ধদেব
ü  যেমন ভাবে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এক হয়ে আন্দোলনের পথে গেছে, সেই ভাবেই আমরা কংগ্রেসের সঙ্গে এক হয়ে আন্দোলনের পথে যাবো – সিতারাম

যাদবপুর বিশ্ববিদ্যালয় –
ü  আলিমুদ্দিন ফাঁকা গো
লক্ষ এবার শিকাগো

৮টা ০৮ এর বনগাঁ লোকাল -
ü  আমেরিকায় খুব গোলমাল শুনছি, টিভি তে দেখাচ্ছিলো, রায়ট হচ্ছে নাকি
ü  আরে এখানেও তো হলো সেদিন, ওই যে, তাজিয়া বেরোনো নিয়ে খুব গন্ডগোল হলো। সব জায়গায় এক অবস্থা।
ü  এসব করে লাভ নেই। ওখানও হার্মাদ আছে শুনছি। আমাদের দিদিই এদের ঠিক দাওয়াই দিতে জানেন। বাড়াবাড়ি করলেই ঘরে ছেলে ঢুকিয়ে......


৩রা মে ১৮৮৬
----------------------

আনন্দ –
ü  ১লা মে ধর্মঘটে ২০ লক্ষের বেশী শ্রমদিবস নষ্ট, শিল্প মহলে আশংকা
ü  দাবী আদায়ের জন্য নৈরাজ্য বরদাস্ত করবেনা সরকার – মার্কিন মুখপাত্র
ü  আশংকা আর উত্তেজনায় ফুটছে শহর, পার্ক দখল করে শ্রমিক সভা, প্রেমিক প্রেমিকারা উৎখাত হলেন

২৪ ঘন্টা –
ü  “একজোট হয়ে ইউনিয়নের সঙ্গে থাকুন, অশান্তি বাঁধানোর প্ররোচনায় পা দেবেন না” – শ্রমিকদের উদ্দেশ্যে বললেন অগাস্ট প্সিজ
ü  আন্দোলন, ধর্মঘটে সম্পূর্ন শান্তিপূর্ন, মালিক পক্ষের উস্কানি সত্বেও কোনো অশান্তি হয়নি দাবী আন্দোলনের নেতা স্যামুয়েল ফিলডেন
ü  শহরে কার্ফ্যু জারি করার দাবী জানালেন মেয়র হ্যারিসন, আশঙ্কা বড় ধরনের অশান্তির

প্রতিদিন -
ü  মজুর আর গুন্ডাদের বিপুল অস্ত্র ভান্ডারের সন্ধান, পেছনে বিদেশী হাত দেখছে পুলিস
ü  মানুষ কে শান্ত থাকার আবেদন জানালেন শহরের বুদ্ধিজিবিরা, আবেদন জানালেন আন্দোলনপকারীদের ঘরে ফিরে যেতে
ü  জার্মান ভাষায় উগ্রবাদী মতবাদ ছড়িয়ে হামলার জন্যে “আরবাইটার ৎসাইটুঙ” কাগজ চালু করেন অগাস্ট প্সিজ – নিজস্ব প্রতিবেদন

বর্তমান –
ü  বিস্ফোরক সত্য - অগাস্ট স্পিজ আদতে আমেরিকান নাগরিক নন, ইনি বহিরাগত
ü  রক্তের স্বাদ পেতে শহরের রাস্তায় রাস্তায় উগ্রপন্থি প্রচার শ্রমিক নেতাদের, মারাত্মক অস্ত্র মজুত করা হচ্ছে মহল্লায় মহল্লায়
ü  মার্কিন শিল্পোন্নয়ন ব্যাহত করার চক্রান্ত কড়া হাতে রোখা হবে – জন বনফিল্ড

অর্নব গোস্বামী –
ü  নেশন ওয়ানট্‌স্‌ টু নো – অগাস্ট স্পিজ কে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো কে এই স্যামুয়েল ফিল্ডেন? নেশন ওয়ান্‌ট্‌স টু নো মুকুলের দুষ্টু লোকটা কে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো মুকুল ভ্যানিস কথাটা জানলো কি করে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো উট কি কাঁটা বেছে খায়? নেশন ওয়ান্‌ট্‌স টু নো...।

গনশক্তি -
ü  “আটের বেশী খাটছিনা, বেতন কমা মানছি না” – গনজাগরনে কাঁপছে শিকাগোর অলিগলি
ü  এই জনসমর্থন কে ভোটের বাক্সে প্রতিফলিত করাতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে কমরেডদের – বিমান
ü  আজকের যুবসমাজের মুখ হয়ে উঠেছে আট, আট শুধু সংখ্যা নয় , গনজাগরনের প্রতীক – সম্পাদকীয়

যাদবপুর বিশ্ববিদ্যালয় –
ü  আলিমুদ্দিন শুকিয়ে কাঠ
কাজ করব ঘন্টা আট

কাপে-কফি-দে (বিয়ার হলে আরো ভালো)
ü  ড্যুড তোমার ম্যান-উ এই খেলাটা আগে খেলতে পারলোনা?
ü  আরে আমি মাতার প্রথম গোল টা মিস করে গেলাম, চ্যানেল ঘুরিয়ে সি এন এন দেখছিলাম। ওই শিকাগোর বাওয়ালি
ü  কাম-অন ম্যান, ওই সব নিয়ে এখনো মাথা ঘামাও? লেবার ক্লাসের কেচ্ছা। তোমার গার্ল ফ্রেন্ডের খবর কি? ঝামেলা মিটেছে? নাকি এখনো বৌদিবাজি করছ?



৫ই মে ১৮৮৬
----------------------

আনন্দ –
ü  ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা, বহু প্রানহানীর আশঙ্কা, পুলিস আক্রান্ত, আক্রান্ত গনতন্ত্র
ü  বোমায় নিহত সার্জেন্ট জেনকিন্সের বাড়িতে বুকফাটা কান্না, শোকস্তব্ধ প্রতিবেশীরা, প্রতিশোধের শপথ সহকর্মীর
ü  ঘটনাস্থলে পুলিসের গুলিতে নিহত সন্ত্রাসবাদীদের মৃতদেহের ময়নাতদন্তে নতুন তথ্যের ইঙ্গিত

২৪ ঘন্টা –
ü  রনক্ষেত্র হে-মার্কেট চত্ত্বর, বোমা, পুলিসের গুলিতে মৃত বহু, খোঁজ নেই আরো অনেকের
ü  সভাস্থলে গ্রেফতার শ্রমিক নেতারা, পুলিশের দাবী তাদের পেছন থেকে বোমা ছোঁড়া হয়
ü  কেন্দ্রীয় তদন্তের দাবী জানালেন মেয়র, শোকস্তব্দ মার্কিন যুক্তরাস্ট্র

প্রতিদিন -
ü  পাশবিক সন্ত্রাসে কাঁপল হে মার্কেট, সন্ত্রাসবাদী হার্মাদ হামলায় নিহত পুলিশ কর্মী
ü  “সামনে এগিয়ে গ্রেফতার করতে যেতেই বোমা পড়লো পেছন থেকে” এখনো আতঙ্কে পুলিশকর্মীরা
ü  আক্রান্ত গনতন্ত্র ও সভ্যতা – শক্ত হাতে দমন করতে হবে মজদুর আন্দোলন

বর্তমান –
ü  রক্তের স্রোতে ভেসে গেল শিল্পোন্নয়নের স্বপ্ন, ভয়াবহ হামলায় মৃত অসংখ্য
ü  নিন্দা বিশ্বের, আঘাত কাটিয়ে উঠতে দৃঢ়চেতা মার্কিন প্রশাসন
ü  শ্রমিক মহল্লায় হানা দিচ্ছেন পিংকারটন গোয়েন্দারা, সমূলে উপড়ে ফেলা হবে এই আন্দোলন

অর্নব গোস্বামী –
ü  নেশন ওয়ানট্‌স্‌ টু নো – হু ফ্রেমড্‌ রজার র‍্যাবিট? নেশন ওয়ান্‌ট্‌স টু নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার? নেশন ওয়ান্‌ট্‌স টু নো হোয়াট উইমেন ওয়ান্ট? নেশন ওয়ান্‌ট্‌স টু নো হোয়াট লাইজ বিনিথ? নেশন ওয়ান্‌ট্‌স টু নো হোয়াট হ্যাপেন্ড ইন ভেগাস? নেশন ওয়ান্‌ট্‌স টু নো...।

গনশক্তি -
ü  ঝাঁকে ঝাঁকে পুলিসের গুলি, হে-মার্কেট সভাস্থলে নজিরবিহীন হিংসা, নিহত বহু আন্দোলনকারী শ্রমিক
ü  ১৮৪৮ এর মত আবারও শ্রমজীবি মানুষের আন্দোলনের ওপর নেমে এলো রাষ্ট্রীয় সন্ত্রাস, প্যারিস কমিউনের শিক্ষা আমরা কি ভুলে গেছি – গৌতম
ü  রক্তে শপথ আন্দোলনের, রক্তে ভেজা লাল ঝান্ডা হাতে নিয়ে শপথ আগামীদিনের লড়াইয়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয় –
ü  ও গানওলা
আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই

সেক্টর ফাইভ
ü  আট ঘন্টা কাজ করে শেষ কবে বেরিয়েছিস?
ü  আট ঘন্টায় আমাদের কাজ হয়? আরে লেবার ক্লাস নাকি আমরা? আর বাড়ি যাই বাড়ি যাই বললে রেটিং খারাপ করে পরের বার হাতে পিঙ্ক স্লিপ ধরাবে
ü  তার চেয়ে এই ভালো আছি, বুঝলি। বিদেশ যাত্রা, শপিং মল, বাড়ি গাড়ি...... নো বাওয়ালি।


১৩ই জুলাই ১৮৮৬
----------------------

 আনন্দ –
ü  সাত শ্রমিক নেতার ফাঁসির আদেশ, একজনের যাবজ্জীবন কারাদন্ড, বিচারব্যবস্থায় আস্থা শিল্পমহলের
ü  শ্রমিক আন্দোলন থামবেনা – শ্রমিক বস্তিতে বিষাদ
ü  আদালতের রায়ের বিরুদ্ধে বিদেশে বহু শহরে শ্রমিক বিক্ষোভ, সমস্ত সরকারের শক্ত হাতে বিক্ষোভ দমনের অঙ্গিকার

২৪ ঘন্টা –
ü  “আপনি হাসছেন ক্যাপটেন? আপনি হলেন সবচেয়ে বড় নৈরাজ্যবাদী” মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত বন্দি বললেন পুলিস অফিসারকে  
ü  দেশে দেশে শ্রমিক বিক্ষোভ হে-মার্কেটের নেতাদের ছবি নিয়ে
ü  “জন হেনরির কচি ফুল মেয়েটি/ পাথরের বুকে যেন ঝরনা/ মার কোল থেকে সে পথ চেয়ে বসে আছে/ বাবা তার আসবে না আর না” – কেমন আছেন সেই পরিবারগুলো?

প্রতিদিন -
ü  অবশেষে স্বস্তি, সন্ত্রাসবাদী ৭ নেতার ফাঁসি, একজনের আজীবন কারাদন্ড
ü  শিল্পমহলে স্বস্তি, মার্কিন সরকারের ও বিচার ব্যবস্থার ভূয়সি প্রশংসা
ü  শিকাগো পুলিস পারে, কলকাতা পুলিস পারেনা?

বর্তমান –
ü  ফাঁসিই হলো সেই সন্ত্রাসবাদী সাত নেতার, একজন যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত
ü  দক্ষ পুলিস বিভাগ ও বিচার ব্যবস্থার প্রশংশায় মুখর মার্কিন সংবাদপত্র
ü  শিল্পপতিমহলের পাশে থাকার আশ্বাস মার্কিন সরকারের

অর্নব গোস্বামী –
ü  নেশন ওয়ানট্‌স্‌ টু নো – মানবিক ভাবে মৃত্যুদন্ডের কি কি উপায় আছে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো ফাঁসিতে ঝুলতে ঠিক কতটা কষ্ট হয়? নেশন ওয়ান্‌ট্‌স টু নো এদের ফায়ারিং স্কোয়াড, ইলেক্ট্রিক চেয়ার বা বিষ প্রয়োগে মারা হলোনা কেন? নেশন ওয়ান্‌ট্‌স টু নো ফাঁসিকাঠের প্রতি এই পক্ষপাতিত্ব কেন? নেশন ওয়ান্‌ট্‌স টু নো ফাঁসির দড়ির বরাত কাকে দেওয়া হয়েছে? নেশন ওয়ান্‌ট্‌স টু নো...।

গনশক্তি -
ü  ওঁরা শহীদ, ওঁরা দেখিয়ে গেলেন পথ ছাড়া কোনো পথ নেই
ü  এই আত্মবলীদান মানুষ মনে রাখবেন, মানব বন্ধনের আহ্বান বাংলা জুড়ে
ü  ভোটের প্রচারে শ্রমিক আন্দোলনের ওপর জোর দিতে নির্দেশ পলিটব্যুরোর

যাদবপুর বিশ্ববিদ্যালয় –
আলিমুদ্দিন কালিঘাট
শ্রমিক নেতার ফাঁসি কাঠ

গার্ডেনরিচ ডকের মজদুর বস্তি-

ü  “ওহ ভাই থা মেরা, মার ডালা শালোঁ নে। বদলা লেনা হ্যায় ভাইয়োঁ, উঠো, খাড়ে হো যাও, নেহি তো কাল তুমহারে উপর গোলি চলেগি”
ü  শিকাগো হোক বা কলকাতা, রক্ত জল করা পরিশ্রমের পরে বঞ্চনা সইবো না, কেউ না থাকুক পাশে, আপনি আছেন কমরেড আমার পাশে, আপনি, আপনি, আপনারা সবাই। আমরা একা নই। একা নই।  
ü  “মজদুরের শৃংখল ছাড়া হারাবার কিছু নেই, জয় করার জন্যে পড়ে রয়েছে গোটা দুনিয়া। ইনকিলাব জিন্দাবাদ”  


ওপরের সম্পুর্ন কাল্পনিক শুধু লেখাগুলো, ঘটনাগুলো নয়। মে-দিবস আমার কাছে শুধু সকাল থেকে লাল ঝান্ডা তোলা, গান শোনা আর লাল সেলাম নয়। অনেক অপমান, যন্ত্রনা আর জিঘাংসার দিন। এই লেখা যাঁরা পড়বেন, তাঁদের ৯৯%ই নিন্দেমন্দ করবেন। সে নিন্দে আমার প্রাপ্য। কারন আমি খুঁচিয়েছি, ঘা দিয়েছি। দিতে চেয়েছি।

মে-দিবস জিন্দাবাদ।

ছবিটা ইন্টারনেট থেকে ঝাড়া। 

১৪টি মন্তব্য :

  1. জব্বর খুঁচিয়েছিস ভাই ......
    ৮ ঘণ্টা দূর অস্ত .... ১৬ ঘণ্টা হলে ভালো হয়

    উত্তরমুছুন
  2. Ekta purono ghatona....ekono prasangik...seta khub spasto ei lekha tay...

    উত্তরমুছুন
  3. 1848-e "workers of the world unite"r ekta mane chhilo. seta je puro bh(n)aota seta ekhon bojha jay. asole ota chilo "workers of the western world unite". tokhon wage difference (amader ar sada chamra-der) 3:1 jatiyo kichhu hobe. ekhon fench mojdur-ra sondhebela besh bhaloi chuk chuk kore wine s(n)atay,sweden-er chashi-ra summer-e cruise-e jay,ar amader chashi-ra langyot pore ubu hoye bose thake. nationalism chhara communism osombhob. local context na bujhe theiry kopchate giye politburo-r buro-ra onekdin pore byaparta bujhechhe. amader desh-e bodolok-ra ekhon sobematro eder songe compete korte sikhechhe, suru korechhe. coca-cola, pepsi, ar monsanto jatiyo company-gulor malik-der kyalanoi sothik pontha.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. একদম সোজা বাংলায় যা লিখলে, আমি পারলে এই লেখাটা ভারতের সব কটা বামপন্থি মানুষ কে পড়াতাম। ভারতের মজুর চাষির সঙ্গে ফ্রান্স বা সুইডেনের মজুর চাষির দাবি দাওয়া মিলবে না। কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল আফগানিস্তান ইরানের মিলবে। লাতিন আমেরিকার মিলবে। কারন এনারা একই শ্রেনীভুক্ত। জাতীয়তাবাদের বিকাশ খুব দরকার, কেননা সেটা না হলে শ্রেনী হিসেবে ভারতবর্ষের কৃষক মজুর যে বঞ্চিত, সেটা এনাদের মনে গেঁথে বসবে না। তার পরের ধাপে দুনিয়ার দিকে তাকানো। আর মনসান্তো, পেপসি কে সোজা ফায়ারিং স্কোয়াড। মধ্যপন্থা চলবে না।

      মুছুন
  4. somosso-ta hochchhe onekei jane na je pujibad-er pechhone ki itihas lukiye achhe. 1855 nagad england-e ek dol christian socialist ar ek dol danponthi-der british parliament-e tumul tokkatokki-r porinam hochchhe pujibad. aschorjer bishoy hochchhe ei je du dol-i pujibad-ke somorthon korechhilo. keno korechhilo? desh-er lokjonder kotha bhebe, jate sobai mile bodolok hote pare. eita to karat ba yechury-r syllabus-e nei. tomake pathabo email-e.

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রশ্ন ১- ১৮৫৫ সালের আগে পুঁজিবাদ ছিলো না? সপ্তদশ শতকে যে "Hollandische Mercurius", "capitalistes" এই সব বই লেখা হয়ে গেল?
      প্রশ্ন ২- কোন দেশ? ইংল্যান্ড? গ্রেট ব্রিটেন? না কি ব্রিটিশ সাম্রাজ্য? তিনটে কি এক>
      পড়শ্ন ৩- সিতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত কি কোনো সিলেবাস আদৌ তৈরি করেছেন? করে থাকলে সেটা কিসের এবং কেন?

      মুছুন
  5. uttor 1. of course chhilo. soptodosh sotoker ageo chhilo. ami setar kotha bolchi jetar jonne ghore ghore capitalism pouchhe gechhe. tomar jomano ja taka seta kothao to gochhito rekhechho? seta kintu kono na kono bhabe kauke p(n)uji jogachchhe. eta hochchhe "limited liabaility." jara p(n)uji jogachchhe tader sei taka-te manush mara holo na ekta jongol sabar kore deoa holo, tate kichhui ese jay na. taka-ta barlei holo. 1855-e ei "limited liability"-ke ainoto sobar odhikar kore deoa holo. age eta ekta "provilege" chhilo. raja rani-ra oder ichhemoto bitoron korto (jemon east india company-ke diechhilo). tokhon thekei p(n)ujibad-er barbaronto. ami p(n)uji khatiye diye barite bose thakbo. jemon bus ar taxi malik-ra kore.

    uttor 2. tinte ki kore ek hobe. eta to amader online sidhu jyatha -- orthat wikipedia -- bole dite parbe.

    uttor 3. eta nehati kalpana. jemon tomar lekhata. tobe theory theke je unmad tairi hote pare, seta itihas-e protisthito. jekhane sekhane eki theory chalate giye byaparta hiye gechhe hat-e haturi-r moto. jekhane dekhi perek ba kichhu ekta uchiye achhe di thuke. theory hoye gechhe commoditized (pujoniyo marx-er bhasay exchange value). sobar obostha alada. kar kachhe sei theory koto-ta proyojoniyo tar opor nirbhor korchhe tar "use-value" (etao marx). use-value bujhte gele khuti-nati jante hobe; context, history, specific byapar ekdom. udaharam dichchhi: dumdam theory ba blanket principle na apply kore -- multi-brand retail ante debo na -- jodi comoany bujhe permission deoa hoto, onek bichokkhon bhabe tader "use" kora jeto. amader proyojoniyota moto. alright, dari dilam.

    উত্তরমুছুন
  6. ভালো লাগলো অবশ্যই। .... চালিয়ে যা....

    উত্তরমুছুন
  7. আমরা এবার ভাবিনা কিভাবে কাজ করা যায়। বাঁচার লড়াই তঁ হল অনেক। আর কতদিন দশটা থেকে দশটা। ভাল লাগল লেখাটা।

    উত্তরমুছুন
  8. তুমি যে কি, কি বলব!! আমার মত লোকের মধ্যেও রাজনীতির প্রতি উতসাহ জাগিয়ে দিলে!!

    উত্তরমুছুন