[http://pnachforon.blogspot.in/ এ ৭ই মে ২০১৫ তে প্রকাশিত]
- খামোখা ঝগড়া করলে। এত রাগ করতে আছে?
- খামোখা ঝগড়া করলে। এত রাগ করতে আছে?
- আমি তো ঝগড়া করিনি, বরং একটা ভালো কথা বোঝাতে
চেয়েছিলাম।
- ভারি তো বোঝানো হলো, মাঝখান থেকে রাগারাগি করে
খাওয়া ছেড়ে উঠে গেলে
- আমাকে এরকম করতে দেখেছো কখনো?
- তুমি এখন আর সেই ছোটোটি নেই, বড় হচ্ছো, গত মাসে ৯
পুরো করে ১০ এ পা দিয়েছ
- তাতে কি?
- বড় হলে বুঝদার হতে হয়।
- তা তুমি বুঝি খুব বুঝদার?
- বুঝদার বটেই তো, তোমার মত কি খাওয়া ছেড়ে উঠে যাই
আমি?
- তা যাওনা, কিন্তু দুপুর বেলা একা একা জানলার ধারে
বসে কাপড়ের খুঁটে চোখ মোছো।
- বড়দের এত লক্ষ্য করতে আছে বুঝি?
- কত না বড় এলেন উনি ! ভারি তো বছর দুই ... ।
- সবাই বলে মেয়েদের এইটাই অনেক, আর ছেলেদের ১০ বছর
কিছুই না।
- কিছুই না ? তবে যে বললে আমাকে বুঝদার হতে হবে?
- লক্ষিটি, আর নয়, বেলা গড়িয়ে দুপুর শেষ হতে চলল,
চলো একটু কিছু মুখে দাও
- না। দেবোনা। কেউ ভালোবাসে না এ বাড়িতে। ইস্কুলে
ভালো লাগেনা, বাড়িতে ভালো লাগেনা......
- পাগল ছেলে। সবাই ভালোবাসে। সোহাগ না করলে বুঝি
কেউ শাসন করে?
- বন্ধুরা
কিছু বোঝায় যখন, তখন তো শাসন দরকার হয়না।
- তাই বুঝি? তো তুমি বন্ধুদের সঙ্গে ঝগড়া করোনা?
- আমার বন্ধু নেই।
- আমি তোমার বন্ধু না?
- (মুখে একটু হাসি) তুমি বন্ধু বটে।
- আমার সঙ্গে তো কথা কাটাকাটি লেগেই থাকে তোমার
- তুমি যে মাঝে মাঝেই শাসন করতে চাও
- সে তো তুমি কথা না শুনলে...।
- আমি কথা শুনি না বুঝি?
- এই যে কখন থেকে বলছি একটু কিছু মুখে দাও। এই টুকু
এনেছি তোমার জন্যে......।
- (চকচকে চোখে জামবাটির দিকে তাকিয়ে) লুকিয়ে লুকিয়ে
নিয়ে এলে? আমার জন্যে?
- না লুকিয়ে উপায় আছে? কেউ দেখলে আমাকেই বকবে? আর
কথা নয়, লক্ষি ছেলে হয়ে খেয়ে নাও দেখি, আর তার পরে আমাকে একটা কিছু পড়ে শোনাও,
অনেক দিন কিছু শোনাওনা।
- ওরে বাবা, এ তো অনেক, জাম বাটি ভর্তি...... !!
- তা বললে হবে না। সব টুকু খেয়ে নেবে। আমি বাতাস
করছি হাত পাখা দিয়ে। আমি জানি তুমি কি খেতে ভালবাসো।
আধ ঘন্টা পর
- কি লিখলে দেখি খাতায়
- দাঁড়াও দাঁড়াও, এই শেষ করে নি
- আমাকে কি এইটাই শোনাবে? নিজে লিখে? বাঃ রে, দেখি
কেমন লিখতে পারো।
- হয়েছে শেষ, এই বার শোনো বৌঠান
আমসত্ব দুধে ফেলি
তাহাতে
কদলী দলি
সন্দেশ মাখিয়া দিয়া তাতে
হাপুস হুপুস শব্দ
চারিদিক নিস্তব্ধ
পিঁপিড়া
কাঁদিয়া যায় পাতে”
(২৫শে বৈশাখ উপলক্ষ্যে। সাল ১৪২২)
অসাধারণ। তবে, এটা শুধু কি রবীন্দ্রনাথ আর কাদম্বরীর ক্ষেত্রেই প্রযোজ্য? আমার তো মনে হয় এটা আরো অনেক মানুষের জীবনের একটা অংশ।
উত্তরমুছুনরবিঠাকুর চিরন্তন। ছোটোবেলার বন্ধুত্বও তাই। আমাদের সবার ক্ষেত্রেই সেটা চিরন্তন।
মুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুনঅসাধারন...
উত্তরমুছুনচিরন্তন দৃশ্যপট আবার নতুন ভাবে দেখলাম ..... বেশ লাগল
উত্তরমুছুন:) ফলার কিন্তু খেতে দারুন লাগে। আমসত্বর জায়গায় আম পড়লেও দিব্যি।
মুছুনবেশ হয়েছে।
উত্তরমুছুনবেশ হয়েছে।
উত্তরমুছুনKhub valo laglo..ashadharan
উত্তরমুছুনবেশ
উত্তরমুছুনআমসত্ত্ব দুধে ফেলি.... এই ছড়াটির সঙ্গে আশৈশব পরিচয়। কিন্তু তাঁর সঙ্গে তুমি যে পূর্বরাগটি যুক্ত করলে সেটিও সমান উপাদেয়। খাসা সোমনাথ দা।
উত্তরমুছুনযতো দূর মনে পড়ছে , ছড়াকার ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয়।
উত্তরমুছুনhttps://rabindra-rachanabali.nltr.org/node/14932
মুছুনজীবনস্মৃতি। রবীঠাকুর।
তাইতো। ভুল জানা ছিল আমার। শুধরে নিলাম। ধন্যবাদ সোমনাথ দা।
উত্তরমুছুনখুব ভাল লাগল
উত্তরমুছুন